চেয়ারম্যান, মেম্বর, সুধীজন, অসহায় সকলকেই এক কাতারে আনলেন “ভালোবাসার মঞ্চ”

9

নিজস্ব প্রতিনিধিঃ চেয়ারম্যান, মেম্বর, সুধীজন, অসহায় সকলকেই এক কাতারে আনলেন “ভালোবাসার মঞ্চ”
“ভালোবাসার মঞ্চ” সাতক্ষীরার আয়োজনে রোববার সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়ন পরিষদ চত্বরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভালোবাসার মঞ্চ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আকরামুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি সদস্য শেখ আলাউদ্দীন, রুহুল কুদ্দুস, মজিবার রহমান, সমাজসেবক শফিকুল ইসলাম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন।
অনুষ্ঠান পরিচালনা করেন ভালোবাসার মঞ্চের সাতক্ষীরা জেলা শাখার সদস্য মফিদুল ইসলাম।
ইফতার পূর্বে সকলের জন্য দোয়া করা হয়।

ইফতার মাহফিল পূর্ব আলোচনায় ভালোবাসার মঞ্চের পক্ষ থেকে আমিত্বকে বিদায় জানিয়ে সহমর্মিতা ও সহানুভূতি নিয়ে একে অপরের পাশে দাঁড়ানো ও হিংসা বিদ্বেষ ভূলে ভালোবাসার মানুষ হওয়ার আহব্বান জানানো হয়।
এ সময় আলোচনায় বক্তারা ভালোবাসার মঞ্চের প্রতি সমর্থন দিয়ে ভালোবাসার মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।