নওয়াজ শরীফ পিয়াস,চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গা সদর থানার বেগমপুর থেকে ৩শ’৫২পিস ইয়াবাসহ শনিবার দুপুরে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব।
আটক নারী মাদক ব্যবসায়ী এলাকায় চিহ্নিত মাদক ব্যাবসায়ী বেগমপুর চিলমারী পাড়া গ্রামের বাবু প্রধানের স্ত্রী জহুরা খাতুন (৪০)।
র্যাব-৬ (সিপিসি-২) ঝিনাইদহ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম শনিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, শনিবার দুপুর পৌনে ২টার সময় গোপন সংবাদে ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার বেগমপুর চিলমারী পাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জহুরা খাতুন নামের এক মহিলাকে আটক করে তার কাছ থেকে ৩৫২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে র্যাব-৬ এর সদস্যরা।
আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করেছেন র্যাব।