চুকনগরে গণহত্যাকে জাতীয় স্বীকৃতির দাবিতে কেশবপুরে স্মরণ সভা

15

আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি :
চুকনগরে গণহত্যাকে জাতীয় স্বীকৃতির দাবিতে কেশবপুরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার বিকেলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে কেশবপুর শহরের ওয়ার্ড কার্যালয়ে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তৃতা করেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, শিক্ষক স্বপন মন্ডল, উন্নয়নকর্মী সৈয়দ আকমল, সমাজকর্মী বাবর আলী গোলদার, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মাহাবুবুর রহমান উজ্জ্বল ও চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী কাজী রেজওয়ান।

স্মরণ সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য দীলিপ মোদক।স্মরণ সভার শুরুতেই শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।