চিলমারী ভাসমান দুই ডিপো জ্বালানি শূণ্য থাকায় বেকায়দায় রৌমারী রাজীবপুর ব্যবসায়ীরা

9

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ দেড় মাস ধরে চিলমারীর ভাসমান ডিপো জ্বালানি শূণ্য থাকায় রৌমারী ও রাজীবপুর উপজেলার হাটবাজারে চড়া দামে ডিজেল বিক্রি হচ্ছে। একই সঙ্গে জ্বালানি নির্ভর সকল কর্মকান্ডে স্থবিরতা দেখা দিয়েছে। জ্বালানি জ্বালানি ব্যসায়ীরা দ্রুত ডিপোতে জ্বালানি সরবরাহের দাবি জানিয়েছে। গত ১২ মে থেকে যমুনা ওয়েল কোম্পানীতে জ্বালানি শূণ্য হয়ে যায়।

এর ক’দিন পর মেঘনা ওয়েল কোম্পানীতেও ডিজেল শূণ্য হয়ে পড়ে। এর ফলে ডিপোর ওপর নির্ভরশীল রৌমারী ও রাজীবপুরে ডিজেল সংকট দেখা দেয়। ব্যবসায়িরা অতিরিক্ত টাকা খরচ করে পার্বতীপুর ও বাঘাবাড়ি থেকে জ্বালানি আনছে।

এই অতিরিক্ত খরচের বোঝা চাপছে সাধারণ মানুষ ও কৃষকের ঘাড়ে। জ্বালানি শূণ্য প্রসঙ্গে চিলমারী ডিপো’র যমুনা কোম্পানীর ডিপো ইনচার্জ তফাজ্জল হক আমাদের প্রতিনিধিকে জানান, ‘আমি তেলের জন্য আবেদন করছি।

কিন্তু জাহাজ সংকট আর ব্রহ্মপুত্র নদে তীব্র স্রোতের কারনে তেলভর্তি জাহাজ আসছে না। একই ধরণের কথা বলেন মেঘনা অয়েল কোম্পানী ডিপো ইনচার্জ আবু সাঈদও।