চিলমারীতে ভাড়াটিয়ার হাতে মারধরের স্বীকার আদুরী

11

চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ভায়াটিয়া কর্তৃক মোছাঃ আদুরী বেগম( ২৮) নামে এক গৃহবধু মারধরের শিকার হয়েছে। গত সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলার বজরা তবকপুর ফৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমান গৃহবধূ গুরুতর আহত অবস্থায় চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সো চিকিৎসাধীন বর্তমানে ওই গৃহবধু গুরুতর আহত অবস্থায় রয়েছে।

তিনি ওই এলাকার মো. সবুজ মিয়ার স্ত্রী। অভিযোগ সুত্রে জানা যায়, ঘটনার আগেরদিন গৃহবধু আদুরী বেগমের সাথে তার শ্বাশুড়ির মনোমালিন্য হলে তিনি ৩ বছরের এক শিশু সন্তানকে নিয়ে বাপের বাড়ী চলে যান।

পরদিন শ্বশুর বাড়ী ফিরে এলে পার্শ্ববর্তী বিএস কোয়ার্টারের ভাড়াটিয়ার কাজের মেয়ে বাচ্চানি ওই গৃহবধুকে নানান ধরণের কটক্তিমুলক কথাবার্তা বলে উক্ত্যক্ত করেন।এতে গৃহবধু প্রতিবাদ জানালে তাদের মধ্যে হাতাহাতি হয়।

এ সময় বিএস কোয়ার্টারের ভাড়াটিয়া আফজাল হোসেন ও তার স্ত্রী ফেনসি বেগম, আরেক ভাড়াটিয়া আব্দুল আজিজ চৌকিদারের স্ত্রী আয়শা বেগম মিলে ওই গৃহবধুকে বেধরক মারধর করেন।

পরে ওই গৃহবধুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে অভিযুক্ত ভাড়াটি আফজাল হোসেন গৃহবধুকে মারধরে জড়িত থাকার কথা অস্বীকার করলেও তার স্ত্রী কর্তৃক মারধরের কথা স্বীকার করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়ভাবে এ বিষয়ে আপোষ মিমাংসার চেষ্টা চলছে।

এ ঘটনায় আহত গৃহবধুর পরিবারের পক্ষ থেকে।মামলা দায়েরের প্রস্তুতি চলছে।