চিলমারীতে বজ্রপাতে পঞ্চাম শ্রেণির ছাত্রীর মৃত্যু

24
বজ্রপাত

চিলমারী প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে বজ্রপাতে সাকিল মিয়া (১২) নামে এক ৫ম শ্রেণির শি্ক্ষার্থীর মৃত্যু হয়েছে । বুধবার (২৬ জুন) দুপুরে উপজেলা নয়ারহাট ইউনিয়নের খেরুয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। শাকিল ওই এলাকার কলিম উদ্দিনের পূত্র।

নয়ারহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে শাকিল মিয়া খেরুয়ার চর এলাকায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন।