মোঃ রুবেল মিয়া, চিলমারী প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে গর্ভবতী ও প্রসূতি মায়ের যত্ন কার্ড বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৯টায় রমনা ইউনিয়ন কার্যালয়ে এর উদ্বোধন করেন রমনা ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার । কুড়িগ্রামে নারী ও শিশুদের কল্যাণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নেওয়া ‘ইনকাম সাপোর্ট প্রগ্রাম ফর দ্য পুওরেস্ট’ (আইএসপিপি) বা যত্ন প্রকল্পে রমনা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট গর্ভবতী ও প্রসূতি মার সংখ্যা ১৭০০জন।
প্রতিনিধি কে জানান, ১৭০০ জনের মধ্যে ১৫৩০ জন হাতের নিয়েছি কিন্তু বাকি ২৭০ জনের হাতের ছাপ পাওয়া যাইনি । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় লক্ষাধিক পরিবার যত্ন প্রকল্পের অন্তর্ভুক্ত হচ্ছেন। যে পরিবারে গর্ভবতী নারী, শূন্য থেকে ২৪ মাস বয়সী শিশু অথবা দুই-চার বছর বয়সী শিশু রয়েছে, তাঁরাই হবেন যত্ন প্রকল্পের উপকারভোগী।
উপকারভোগী গর্ভবতী হলে চারবার চেক-আপের জন্য চার হাজার টাকা পাবেন। শিশু জন্ম নেওয়ার ২৪ মাস পর্যন্ত মাসিক মনোদৈহিক সেশনে অংশ নিয়ে মা ও শিশু এক হাজার চার শ টাকা পাবেন। টানা তিন মাস সেশনে উপস্থিত থাকলে মা একটি বোনাস ভাতাও পাবেন