চট্টগ্রামের পাহাড়ে ঘাস লাগালেন থাই রাজকন্যা

16

চট্টগ্রামে পাহাড় ক্ষয় রোধে দেশের প্রথম বিন্নাঘাস (ভেটিভার) প্রকল্প বা ভেটিভার গ্রাস ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করলেন থাইল্যান্ডের রাজকন্যা সাইপাট্টানা ফাউন্ডেশনের মহাচক্রী সিরিনধরন।

এ সময় থাই রাজকন্যা নগরের বাটালি হিলের মিঠা পাহাড়ের পাদদেশে বিন্নাঘাসও রোপণ করেন। বুধবার সকালে বিন্নাঘাসের এ পাইলট প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় বন ও পরিবেশমন্ত্রী ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকার ও থাইল্যান্ডের যৌথ উদ্যোগে এ পাইলট প্রকল্প বাস্তবায়ন করবে চসিক ও থাইল্যান্ডের সাইপাতানা ফাউন্ডেশন।

নগরের বাটালি হিল মিঠা পাহাড়ের পাদদেশে বিন্নাঘাস সেন্টার ও ট্রেনিং সেন্টার প্রকল্পের কাজ করছে মেসার্স জয় ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বিন্নাঘাসের উদ্ভাবনকারী হচ্ছেন বুয়েটের অধ্যাপক বিজ্ঞানী ড. শরীফুল ইসলাম।

থাইল্যান্ডের রাজকন্যা মহাচক্রী সিরিনধরন এবং সফরকারী দল বুধবার সকাল ৯টায় ঢাকা থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন। দুপুরে থাই রাজকন্যা স্থাপত্য শিল্পের প্রাচীন নিদর্শন কোর্ট বিল্ডিং, সিআরবি ও জাদুঘর পরিদর্শন করেন। এরপর বিকাল ৫টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন তিনি।