চকবাজারের অগ্নিকাণ্ডেের ঘটনায় পুতিনের শোক

9

বাংলাদেশের চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো পৃথক পৃথক বার্তায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন তারা।

শোক বার্তায় মিলার বলেন, গত রাতে ঢাকার চকবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস পরিবারের পক্ষ থেকে আমরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি আরো বলেন, যারা আহত এবং নিহত হয়েছেন তাদের জন্য আমরা প্রার্থনা করছি এবং সারা দেশের মানুষের সাথে একাত্ম হয়ে তাদের পরিবারের প্রতি আমরা শোক প্রকাশ করছি। রাজধানীর চকবাজারে ওই ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ৮১-এ দাঁড়িয়েছে। দগ্ধসহ আহত অর্ধশতাধিক।