ডেস্ক নিউজ ।। ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় নেতাকর্মীদের জণগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নেতা আসিফ শাহবাজ খান। তিনি সদ্য বিলুপ্ত কমিটি সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক।
তিনি এক ফেসবুক বার্তায় জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে যখন আমরা মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত ঠিক তখনই সুপার সাইক্লোন (আম্পান) শক্তি সঞ্চার করে বাংলাদেশের উপকূলের দিকে ক্রমশ এগিয়ে আসছে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে ঘূর্ণিঝড় মোকাবেলা প্রস্তুতিতে যেন কোন ব্যাঘাত না ঘটে সাধারণ জণগণ যাতে করে যথাযথ প্রস্তুতি নিতে পারে এবং প্রত্যেকটি অনিরাপদ ও ঝুকিপূর্ণ অঞ্চলের মানুষের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সাইক্লোন শেল্টারে অবস্থান নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের পাশে থেকে সাধারণ জনগনকে সহায়তা করার জন্য সাতক্ষীরা জেলা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীর প্রতি আহ্বান জানাচ্ছি৷
অতীতের ন্যায় জাতির ক্রান্তিলগ্নে আবারও সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সাহসী ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা।