আশাশুনি প্রতিনিধি ।। ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফাকরাবাদ আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরজমিনে দেখা গেছে, আম্পানের তান্ডবে বিদ্যালয়টির ঘরের ছাউনি উড়ে যাওয়া, সীমানা প্রাচীর পড়ে যাওয়া সহ প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়াও বিদ্যালয়টিতে ১১৫ জন শিক্ষার্থী থাকেলও নেই কোন টিউবওয়েল এবং কোমলমতি ছাত্র-ছাত্রীদের জন্য একটি জরাজীর্ণ টয়লেট আছে যা সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আকবর আলী জানান, ঘূর্ণিঝড় আম্পানের এর প্রভাবে আমার প্রতিষ্ঠানের অধিকাংশ শ্রেণিকক্ষ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তিনি বলেন, এর আগে ঘূর্ণিঝড় বুলবুল এর আঘাতে প্রতিষ্ঠানটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছিল।
তিনি আরও বলেন, এবিষয়ে স্থানীয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যাহাতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আগে শিক্ষার্থীদের পাঠদানের জন্য যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠানটি সংস্কারের ব্যবস্থা করা হয়। এদিকে স্থানীয় সচেতন মহল, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ দ্রæত সময়ের মধ্যে বিদ্যালয়টি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।