ঘুর্ণিঝড় বুলবুল পরবর্তী জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

10

মাসুদ পারভেজ,কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলায় ঘুর্ণিঝড় বুলবুল আঘাত পরবর্তী সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বেসরকারী উন্নয়ন সংস্থা ও সুধী সমাজের ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভা করেন। ১০ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল বলেন ঘুর্ণিঝড়ের এই মুহুর্তে যে সব এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে সে সমস্ত এলাকায় সমন্বয়ের মাধ্যমে সরকারী ত্রান সামগ্রী দেওয়া হবে।

তিনি বলেন মানুষের পাশে থেকে মানুষের সেবা করা আমাদের দায়িত্ব। ত্রান ও পূর্নবাসন কার্যক্রম সঠিক ভাবে সম্পন্ন করার জন্য ইতি মধ্যে ১ম পর্যায়ে ৪২ মেট্রিক টন চাউল নগদ ২লক্ষ টাকা প্রদান করা হয়েছে আগামী আরও ৪২টন চাউল বরাদ্দের কথা তিনি ঘোষনা করেন। এছাড়া ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি বিভাগ, প্রানি সম্পদ বিভাগ, বন বিভাগ সহ সংশ্লিষ্ট বিভাগ পৃথক ভাবে ক্ষয়ক্ষতির তালিকা করার কথা বলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কালিগঞ্জ উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১৬৮৫টি বাড়ি ঘর সম্পুর্ন ক্ষতিগ্রস্থ ও আংশিক ক্ষতিগ্রস্থ ৫৭৭৯টি। এছাড়া এলাকায় প্রচুর পরিমান প্রায় ৩ হাজারের মত বৃক্ষ ক্ষতিগ্রস্থ অতিবষনে শতাধিক মৎস্য ঘের ও পুকুর ক্ষতিগ্রস্থ, পাশাপাশি জলবদ্ধতায় এলাকায় মানুষ দূর্ভোগ পোহাচ্ছে। এসময় এলাকার সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, তিনি বলেন প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে কালিগঞ্জ উপজেলার ঘুর্ণিঝড়ের আগে যে প্রস্তুতি গ্রহন করা হয়েছে তাতে মানুষের জীবনের কোন ক্ষয়ক্ষতি না হলেও ব্যাপক পরিমান সম্পদের ক্ষতি হয়েছে। আমরা সকলের প্রচেষ্টায় সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে সক্ষম হব। উপজেলার ১২টি ইউনিয়নে ১৮টি সাইক্লোন সেল্টার সহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ মানুষ কে ঘুর্ণিঝড়ের সময় আশ্রয় দেওয়া হয় এবং সেখানে শুকনো খাবার ও খিচুড়ী রান্না করে খাওয়ানো হয়।

মতবিনিময় সভায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী, সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাসই চেয়ারম্যান নাজমুল ইসলাম, সহ সম্পাদক ডি,এম,সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার জামিরুল হায়দার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিত কুমার মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অমল কান্তি রায়, কালিগঞ্জ পানি উন্নয়ন বোডের এস,ও ওবায়দুল্লাহ, মৌতলা শিশু রেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা সহকারী প্রকৌশলী সামছুল আলম, নবযাত্রার প্রতিনিধি মুকুল কান্তি, লিনা হেলেনা গোমেজ, লায়লা আঞ্জুমান খানম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দীন, দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, মৌতলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাটুল, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন প্রমূখ। কালিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে সরকারী বরাদ্দ ৭ মেট্রিকটন করে চাল প্রাথমিক ভাবে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।