গোবিন্দগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

20

অনলাইন ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ওসি শফিকুজ্জামান জানান, ঢাকা থেকে রংপুরগামী দুই কন্যা পরিবহন বাসের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী মায়ের আঁচল পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হন। এ সময় দুর্ঘটনায় আহত হন আরো ২৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।