ষ্টাফ রিপোর্টারঃ গোপালগঞ্জের কাশিয়ানিতে সড়ক দূর্ঘটনায় নিজ নির্বাচনী এলাকার নিহতদের পরিবারের পাশে জগলুল হায়দার এমপি।
গতকাল গোপালগঞ্জ জেলার কাশিয়ানিতে সড়ক দূর্ঘটনায় ট্রাক উল্টে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামের দুইজন এবং অাড়পাঙ্গাশিয়া গ্রামের একজন শ্রমিক মারা যায়।
অাজ ১লা জুন শুক্রবার সকালে নিহতদের বাড়িতে যান সাতক্ষীরা – ৪ অাসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার। এমপি মহোদয় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং যে কোন সমস্যায় তার যোগাযোগ করার অনুরোধ জানান। মৃত ব্যক্তিরা হলেন, পোড়াকাটলা গ্রামের মাধিন্দ সরদার(৪৬) পিতা-উপেন্দ্র সরদার ও রবীন্দ্র সরদার পিতা- তারাপদ সরদার এবং অাড়পাঙ্গাশিয়া গ্রামের বিকাশ মন্ডল পিতা- সুধান্ন মন্ডল।