গোপনীয় ভাবে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ

12

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার কাকিলাখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গোপনীয় ভাবে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ১৮ জন অভিভাবক সদস্যের স্বাক্ষরিক একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাকিলাখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ায় নীতিমালা লঙ্ঘন করে পূনরায় কমিটি গঠনের পায়তারা করছে। এব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ত্রিপালিকা বলেন, নীতিমালা অনুযায়ী কমিটি গঠন করা হচ্ছে। গোপনীয় ভাবে কমিটি গঠনের অভিযোগটি সঠিক নয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি।