গাবুরায় এসসিএফের সহযোগিতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

148

নিজস্ব প্রতিনিধি : ৬ নভেম্বর ২২ রবিবার সকাল ১০টায় ১২২ নং গাবুরা খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, , সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) এর শিক্ষা বিষয়ক প্রোগ্রামের অধীনে সুবিধাবঞ্চিত  মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল প্রদান করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আতাউল হক দোলন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ  শ্যামনগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রভাষক সাঈদ -উজ- জামান , ভাইস চেয়ারম্যান শ্যামনগর উপজেলা পরিষদ,  খালেদা আইয়ুব ডলি, ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শ্যামনগর, জি এম মাছুদুল আলম, চেয়ারম্যান, ১২ নং গাবুরা ইউনিয়ন পরিষদ এবং ১২ নং গাবুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম রবিউল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এসময় বক্তরা এসসিএফের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি, ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ধরনের উদ্যোগ যাতে ভবিষ্যতে চলমান থাকে সে ব্যাপারে সবাই আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে শেষে উপকূলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়।