গাজায় হামলা চালাতে নেতানিয়াহুর নির্দেশ

10

অনলাইন ডেস্ক : গাজায় আরো বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল সোমবার তিনি এই নির্দেশনা দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া লিখিত এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

এসব কর্মকর্তাদের মধ্যে দেশটির শিন বেট নিরাপত্তা সংস্থার প্রধান, জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী, জেনারেল স্টাফ প্রধান আছেন।

এর আগে ইসরাইলের সেনাবাহিনী জানায়, গাজায় ইসলামিক জিহাদের ওপর তারা হামলা চালিয়েছে।

ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছে, ইসরাইলের হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে গাজা থেকে ইসরাইলের দিকে ১৪ টি রকেট হামলা চালানো হয় বলে খবরে বলা হয়েছে। এরপরই সিরিয়া ও গাজায় ইসলামিক জিহাদের ঘাঁটি লক্ষ করে হামলা চালায় ইসরাইল। এতে ইসলামিক জিহাদের দুই যোদ্ধা নিহত হয়। আনাদোলু।