গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন দাখিল

15
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন দাখিল

মোহাম্মদ মুনতাসীর মামুন,গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধিঃ আজ মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন, এ পর্যন্ত গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী সহকারী রিটার্নি অফিসার ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ রফিকুল ইসলামের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এদিকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান মু.সামসুজ্জামান লিকন পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে তিনি জানান।

চেয়ারম্যান পদে আওয়ামীলীগ(নৌকা) মনোনীত প্রার্থী মু. শাহিন শাহ্। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, নিজাম উদ্দিন, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মো: নিজাম উদ্দিন তালুকদার, আজিজুর রহমান বাবলু ভূইয়া, মোঃ নাসির উদ্দিন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক হাসিনা মালেক এবং সাবেক পৌর মেয়র হাজী মোঃ ওহাব খলিফার মেয়ে ওয়ানা মার্জিয়া নিতু।

উল্লেখ্য যে, চতুর্থ ধাপে আগামী ৩১শে মার্চ গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।