গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

27

গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম চৌকিদার (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়ানের কালাইকসোর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইব্রাহিম ঢাকার জীবন বীমা অফিসে উচ্চমান সহকারী পদে কর্মরত ছিলেন। সে আমখোলা ইউনিয়ানের কালাইকসোর গ্রামের ওয়াজেদ চৌকিদারের ছেলে।

মৃত ইব্রাহিম এর বন্ধু হাসান মাহমুদ বলেন, ঢাকা থেকে ঈদের ছুটিতে ঈদের আগে বাড়িতে আসেন। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে মটর দিয়ে টাংকিতে পানি উঠানোর জন্য মটারের সাথে তারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয় ইব্রাহিম। পরে তার পরিবার ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুঃখ প্রকাশ করে হাসান আরও বলেন , ইব্রাহীম পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে লেখা-পড়া শেষ করে । পরে প্রাইমারিতে চাকরি হয়েছিল তার কিন্তু সেই চাকরি ছেড়ে দিয়ে জীবন বীমায় চাকরি নিয়েছিল।