খোর্দ্দ ইজি বাইক শ্রমিক লীগের পক্ষ থেকে “আলোচনা সভা-২০১৮” অনুষ্ঠিত

115
কলারোয়া প্রতিনিধি (সাতক্ষীরা) : ৩১ জুলাই ২০১৮ মঙ্গলবার সন্ধ্যায় খোর্দ্দ বাজারে মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে খোর্দ্দ ইজি বাইক শ্রমিক লীগের পক্ষ থেকে “আলোচনা সভা-২০১৮” অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নংদেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোর্দ্দ পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা কৃষক লীগের সদস্য ও ১১নংদেয়াড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সাংবাদিক এম.আয়ুউব হোসেন,কলারোয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী রুবেল,১১নংদেয়াড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি বাপ্পী খান,১১নংইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, ১১নংদেয়াড়া ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি স.ম.আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন, যুবলীগ নেতা তন্ময় আহমেদ মেরিন সহ আওয়ামীলীগ, সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সকল ইজি বাইক শ্রমিকেরা।
সব শেষে ঐক্যবদ্ধভাবে রাতের খাবার খাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।।