খুলনা বিভাগীয় “তারুণ্যের জয়যাত্রা” সফল করতে সাতক্ষীরা পৌর যুবলীগের প্রস্তুতি সভা

124

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ উন্নতিকরণে আগামী ২০শে জুলাই খুলনা বিভাগীয় “তরুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরায় বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ পৌর শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনুর সভাপতিত্বে প্রস্তুতি সভাই প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির করছে। বিএনপি মিথ্যাচার করছে দেশের মানুষকে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। রাজপথে বিএনপি’র বিরুদ্ধে আন্দোলনে যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে প্রতিহত করার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি’র মিথ্যাচার  যুবলীগকে লিখনির মাধ্যমে প্রতিবাদ করতে হবে। এছাড়া আগামী ২০ জুলাই খুলনায় তারুণ্যের জয়যাত্রা আওয়ামী যুবলীগের  কেন্দ্রীয় কমিটি ঘোষিত  বিভাগীয়  শান্তি সমাবেশ সফল করার আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে পৌর  যুবলীগের যুগ্ন আহবায়ক এস.এম তুহিনুর রহমান তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজাসহ উপজেলা, পৌর ও ওর্য়াড যুবলীগের নেতৃবৃন্দরা।