নিজস্ব প্রতিনিধি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি – ৩ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ (ToT) কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বে-সরকারি সংস্থা উন্নয়নের প্রধান কার্যালয় খুলনার ১৮৯, পশ্চিম বানিয়াখামারের প্রশিক্ষণ রুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান। উপস্থিত ছিলেন, খুলনা জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ট্রেনিং অফিসার সোহেল রানা, উক্ত প্রকল্পের টিম লিডার, ট্রেইনিং সুপারভাইজার, ট্রেইনিং ফ্যাসিলেটেটর সহ প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।