খুলনার সাংবাদিক হেদায়েত জামিনে মুক্ত

9
সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লা

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লা জামিনে খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি মুক্তি পান।

সাংবাদিক হেদায়েতের আইনজীবী অ্যাডভোকেট মাসুম বিল্লাহ জানান, বৃহস্পতিবার সকালে তাকে তিনদিনের রিমান্ডে কারাগার থেকে বটিয়াঘাটা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

এরপর তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক নয়ন বিশ্বাসের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি জানান, এরপর সাংবাদিক হেদায়েতের অসুস্থতার কথা উল্লেখ করে জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরীর আদালতে জামিনের আবেদন জানানো হয়। আদালত ১৪ জানুয়ারি পর্যন্ত তার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আদালতের আদেশ কারাগারে পৌঁছানোর পর সন্ধ্যায় তিনি মুক্তি পান।

এ সময় কারা ফটকে খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব ও সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলীসহ সহকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনা-১ আসনের নির্বাচনী ফলাফল সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের জের ধরে বাংলা ট্রিবিউনের সাংবাদিক হেদায়েত হোসেন মোলতা ও মানবজমিনের খুলনা প্রতিনিধি রাশিদুল ইসলামের বিরুেদ্ধ বটিয়াঘাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। ওই মামলায় বটিয়াঘাটা থানা পুলিশ তাকে গ্রেফতার করেছিল।