খুলনার আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

153

খুলনা সংবাদদাতাঃ গত শনিবার এক যুবক ও এক তরুণী নগরীর পিকচার প্যালেস মোড়স্থ হোটেল আজমল প্লাজার পঞ্চম তলার ৫০২ নম্বর কক্ষে ওঠেন।

সোমবার দুপুরে দুপুরের দিকে ওই কক্ষ থেকে দুর্গন্ধ আসতে থাকায় হোটেলের কর্মচারীরা দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এসময় দুর্গন্ধের কারণ খুজতে গিয়ে বক্সখাটের নীচে লাশের সন্ধান পায়।

খবর পেয়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। যুবকের দুই হাত-পা বাঁধা এবং মুখ ও পুরুষাঙ্গ আগুনে ঝলসানো অবস্থায় ছিল। তবে তার সঙ্গে থাকা তরুণীর সন্ধান মেলেনি।

খুলনা সদর থানার সেকেন্ড অফিসার এসআই টিপু সুলতান জানান, হোটেল রেজিস্ট্রারে তাদের কোনো নাম-ঠিকানা, তথ্য লিপিবদ্ধ নেই। এ কারণে হোটেলের মালিকের ছেলেসহ চারজনকে আটক করা হয়। তবে ম্যানেজার রফিকুল ইসলাম ও হোটেল বয় আশফাক রেখে বাকি দুজনকে ছেড়ে দেয়া হয়েছে।