খারাপ হলে হবে সংস্কার ? কেশবপুর বেতগ্রাম সড়কটি চলা চলের অযোগ্য

44

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে উপজেলার ব্যস্ততম সড়ক কেশবপুর বেতগ্রাম সড়কের কেশবপুর থেকে শ্রীরামপুর বাজার পর্যন্ত দীর্ঘ দিন বেহাল অবস্থায় জরাজীর্ন হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টির মৌসুম শুরু হওয়ায় ব্যাস্ত এই সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় হাজারো খানা-খন্দে পরিনত হয়ে লাখো মানুষের ভোগান্তি চরমে উঠেছে। দ্রুত সংস্কার করা না হলে সড়কটি একেবারে যান চলাচলের অযোগ্য হয়ে পড়বে। জনগুরুত্বপুর্ণ এই সড়কটির বেহালদশা নিয়ে স্থানীয় ও জাতীয় পত্র পত্রিকায় লেখালেখির পরও কর্তৃপক্ষের উদাশিনতায় অবহেলিত রয়ে গেছে।

ইতিমধ্যে এই সড়কটি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের কাছে চরম ভোগান্তির আর এক নাম হিসাবে পরিচিতি পেয়েছে। সড়কটি দিয়ে শুধুু কেশবপুর উপজেলার মানুষ নয়; আমাদের পার্শবর্তী সাতক্ষীরা জেলার তালা-কলারোয়া ও মনিরামপুর উপজেলার অসংখ্য মানুষ চলাচল করে থাকে। কেশবপুর থেকে ভালুকঘর পর্যন্ত ভেঙ্গেচুরে ছোট-ছোট নালায় পরিণত হয়েছে। প্রতিদিন বিভিন্ন জায়গায় বাস ট্রাক আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তখন মানুষের আর ভোগান্তির শেষ থাকে না। ভুক্তভোগী মানুষের মনে একটাই প্রশ্ন আর কত খারাপ হলে হবে সংস্কার? সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার সাগরদাড়ী, ঝিকরা, চিংড়া, বিষ্ণুপুর, ফতেপুর, গোবিন্দপুর, মেহেরপুর, কাস্তা, বারুইহাটী, বুড়িহাটি, শ্রীরামপুর, সরাপপুর, বরণডালী, শাহপুর, মির্জানগর, হিজলতলা, পাত্রপাড়া, শিকারপুর, ভালুকঘর, চালিতাবাড়িয়া, শ্রীরামপুর, দত্তনগর, সরসকাটী, জাহানপুর, রঘুরামপুর, বাঁশবাড়ীয়া, গোপসেনা সহ পার্শবর্তী সাতক্ষীরা জেলার কলারোয়া ও তালা উপজেলার র্শাশা জয়নগর ধানদিয়া চকজয়নগর বাটরা সিংহলাল সেনেরগাতী গ্রামের লক্ষ লক্ষ মানুষের চলা-চল এই জরাজীর্ণ অবহেলিত সড়কটি দিয়ে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই অবহেলিত জনপদের লক্ষ-লক্ষ মানুষের একটাই প্রাণের দাবী, মানুষের পদভারে ছিন্ন-ভিন্ন সড়কটি দ্রুত সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করা। এ ব্যাপারে জানতে চাইলে সড়ক ও জনপদ অধিদপ্তরের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার মামুন হোসেন বলেন, কেশবপুর-বেতগ্রাম সড়কটি জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। সড়কটির বেশীর ভাগ সংস্কার হয়েছে। বর্তমানে এটি ১২ ফুট রয়েছে। এটাকে ১৮ ফুট চওড়া করাসহ দ্রুত সংস্কার কাজ শুরু হবে।