কয়রা প্রতিনিধি : কয়রায় আম্পান ও করোনা পরিস্থিতির কারনে দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতাসহ নিম্ন আয়ের ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ। ১১ জুলাই বিকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর পক্ষে ও কেন্দ্রীয় ছাত্রলীগ এর দিক নির্দেশনায় ছাত্রলীগের সদস্যরা এই ত্রাণ দেয়।
এই কার্যক্রমে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকুসহ নেতা-কর্মীরা উত্তর বেদকাশি ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় অর্ধ শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেন।
ছাত্রলীগের ত্রাণের প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, আলু, ছোলা, লবণ, বিস্কুট,স্যালাইন ও হাত ধোয়ার জন্য সাবান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল, সহ -সভাপতি তরিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রেজাউল করিম সজীব, সাংগঠনিক মাসুদ রানা শেফার, ছাত্রলীগনেতা, বিল্লু, রাজা, শান্ত, মফিজুল, আশিক, জুবায়ের প্রমুখ।