নিজস্ব প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী কর্তৃক ঘোষিত ৩০ লক্ষ শহীদের স্মরনে ত্রিশ লক্ষ বৃক্ষ রোপন অভিযান চলছে । প্রধান মন্ত্রী নির্দেশে সাতক্ষীরায় জেলা পুলিশের উদ্যোগে ত্রিশ হাজার বৃক্ষ রোপন কর্মসুচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে পুলিশ লাইন্স স্কুলের এক হাজার কমলমতি শিক্ষীদের হাতে ফলজ গাছের চারা তুলেদেন জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মঈন উদ্দীন,জেলা বিশেষ শাখার পরিদর্শক আজম। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনর্চাজ মুস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে । আর তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক ঘোষিত ৩০ লক্ষ শহীদের স্মরনে সারা বাংলাদেশে ত্রিশ লক্ষ বৃক্ষ রোপনের কর্মসূচি গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের ত্রিশ হাজার চারা রোপন কর্মসুচি হাতে নেয়া হয়েছে। এর অংশ হিসেবে আজ ১ হজার ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে ।
তিনি আরো বলেন, পুলিশ জনগনের বন্ধু। আর তাই জনগনকে সাথে নিয়েই জেলার ৮ টি থানার বিভিন্ন স্থানে এই বৃক্ষ রোপন করা হবে।