আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আশরাফ-উজ-জামান খান (দৈনিক ইত্তেফাক/এনটিভি) ২০ ভোট পেয়ে সভাপতি ও মোতাহার হোসাইন (দৈনিক সমকাল) ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তাদের প্রতিদ্ব›দ্বী সভাপতি পদে জয়দেব চক্রবর্তী (দৈনিক লোকসমাজ) ১৩ ভোট, সাধারণ সম্পাদক পদে আব্দুল হাই সিদ্দিকী (দৈনিক নয়াদিগন্ত) ১০ ভোট ও মশিউর রহমান ৪ ভোট পেয়েছেন। এ ছাড়া সহ সভাপতি ২টি পদে আব্দুস সাত্তার মোল্যা (দৈনিক সংগ্রাম) ও রুহুল কুদ্দুস (দৈনিক ইনকিলাব) নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদকের ২টি পদে মাহাবুর রহমান টুলু (দৈনিক নব চেতনা) ও অধ্যক্ষ এম আর মঈন (দৈনিক দক্ষিণাঞ্চল) নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান (দৈনিক সংবাদ), দফতর সম্পাদক পদে মশিয়ার রহমান (দৈনিক আলোকিত বাংলাদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহীনুর ইসলাম (দৈনিক করতোয়া) ও গ্রন্থাগার সম্পাদক পদে শাহিনুর রহমান (দৈনিক ভোরের ডাক) নির্বাচিত হয়েছে। নির্বাহী কমিটির ৫টি সদস্য পদে কে এম কবির হোসেন (দৈনিক জনকন্ঠ), আব্দুর রহমান (দৈনিক মানব জমিন, নওরোজ, সোনারবাংলা), নূরুল ইসলাম খান (দৈনিক কালেরকন্ঠ), আব্দুর রাজ্জাক (দৈনিক আজকালের খবর) ও রুহুল আমীন খান (সাপ্তাহিক দেশ জনতার কথা) নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন কমিশন প্রধান মাষ্টার আব্দুস সালাম, সদস্য সিদ্দিকুর রহমান ও আব্দুল মোমিন বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করেন। প্রেসক্লাবের ৩৬ জন ভোটারের মধ্যে ৩৫ জন ভোট প্রদান করেন।