কেশবপুর প্রেসক্লাবের পাঠাগার সম্পাদকের মাতার ইন্তেকাল নেতৃবৃন্দের শোক

22

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার কেশবপুর প্রতিনিধি শাহিনুর রহমানের মা পারুল বেগম (১০০) বার্ধক্য জনিত কারণে রোববার রাতে পৌরসভার মধ্যকুল ওয়ার্ডের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে, নাতিনাতনিসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। সোমবার সকালে মধ্যকুল আলিম মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে দফাদারপাড়া মসজিদের পাশে তার মরদেহ দাফন করা হয়। জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাংবাদিক নেতারা অংশ নেয়।

এ দিকে সাংবাদিক শাহীনের মায়ের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলা উদ্দিন আলা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সহসভাপতি মোল্লা আব্দুস সাত্তার, হাজী রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান টুলু, এম আর মঈন, কোষাধ্যক্ষ সামছুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহীনুর ইসলাম, নির্বাহী সদস্য কে এম কবির হোসেন, আব্দুর রহমান, নূরুল ইসলাম খান, রুহুল আমীন খান, আব্দুর রাজ্জাক, সদস্য আব্দুস সালাম, সিদ্দিকুর রহমান, আব্দুল মোমিন, আব্দুল মজিদ, মশিউর রহমান, রাজ্জাক আহমেদ রাজু প্রমুখ। এদিকে প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার কেশবপুর প্রতিনিধি শাহিনুর রহমানের মা পারুল বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেশবপুর নিউজ ক্লাবের নির্বাহী সদস্য আজিজুর রহমান।

এ ছাড়াও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মধ্যকুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিনসহ শিক্ষকবৃন্দ, কেশবপুর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ সত্যজিৎ দত্ত, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য বিধান কুমার দাস, আকরাম হোসেন, অলোক কুমার মন্ডল প্রমুখ।