আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর পৌরসভার মেয়রের অসৌজন্যমূলক আচারণের প্রতিবাদে পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জামাউদ্দীন সরদার শুক্রবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্য পাঠকালে জামালউদ্দীন সরদার জানান, তার ওয়ার্ডের উপজেলা পাড়ায় দেড় শতাধিক পরিবার বসবাস করেন।
এ ওয়ার্ডের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে এলাকাটি প্লাবিত হয়ে আসছে। এ নিয়ে এলাকার জনগণ একাধিক দপ্তরে অভিযোগ দিয়েও কোন ফল পায়নি। এলাকাবাসির দুঃখ দূর্দশার কথা বিবেচনা করে গত ৫ জুলাই দুপুরে তিনি পানি নিষ্কাশনের জন্যে একটি ড্রেন নির্মাণের আবেদন নিয়ে পৌর মেয়রের কক্ষে প্রবেশ করেন। এ সময় পৌর মেয়র তার দরখাস্তে স্বাক্ষর করতে অস্বীকার করলে উভয়ের মধ্যে উত্তাপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে রাজিব খান ও টুকু তার ওপর ক্ষিপ্ত হয়ে মারপিট করতে উদ্দত হয়ে পৌর ভবনে ঢুকতে নিষেধ করে। না শুনলে তারা তাকে কুপিয়ে চাক চাক করারও হুমকি প্রদান করে। পৌর মেয়রের উপস্থিতিতে একটি বাহিনীর এ ধরণের আচারণ ওই কাউন্সিলরের জন্যে অপমানজনক বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।
এ ব্যাপারে পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে জামালউদ্দীন যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন। সে এলাকায় অনৈতিক কর্মকান্ড করে। যখন তখন সে অযৌতিক দরখাস্ত নিয়ে আসে। তাতে স্বাক্ষর না করলে সে আমার ওপর ক্ষিপ্ত হয়।