আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুর পৌরসভায় করোনা ভাইরাস ও ডেঙ্গুজ্বর বাহক এডিস মশা প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা জনসচেতামুলক অভিযান উদ্বোধন করা হয়েছে।রবিবার সকালে পুরাতন বাসস্টান্ডে পৌরবাসীর বাড়িতে যেয়ে পরিস্কার পরিচ্ছন্নতা জনসচেতামুলক অভিযান উদ্বোধন করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোশারফ হোসেন,ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী,পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান মফিজ,আতিয়ার রহমান,পৌর আওয়ামীলীগ নেতা উদয় সিংহ,শফিকুল ইসলাম টুকু,পৌরসভার কর আদায়কারী পলাশ সিংহ,সহকারী আদায়কারী আবুল হোসেন, বাজার পরিদর্শক মিজানুর রহমান,জাতীয় শ্রমিক লীগনেতা নাজমুল হুসাইন,পৌর ছাত্রীলীগনেতা সাইফুল ইসলাম প্রমুখ।