কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

12
কেশবপুর
কেশবপুর

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:  কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার মান উন্নয়নে করনীয় নিয়ে শিক্ষকদের ঘাটতি, অভিভাবকদের করনীয় ও শিক্ষার্থীদের পালনীয় বিষয়ে মতবিনিময় করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম রায়হানা সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক মোতাহার হোসাইন, আসাদুজ্জামান খান আসলাম, আকতারুজ্জামান, অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, অভিভাবক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক হারিন বিশ্বাস, চিত্রা দাস, রতন সাহা, শিক্ষক খায়রুল ইসলাম, মতিয়ার রহমান, আব্দুস সালাম প্রমুখ।