আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার শহরের থানার মোড় সংলগ্ন মনু মার্কেটে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট আব্দুল মজিদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, পৌর জাতীয় পার্টির সভাপতি আবু আক্কাস দাদ্দেদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মুজাহিদুল ইসলম।