আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র ১২ প্রার্থী চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জানা গেছে, সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে দুপুর ১২ টা থেকে বিকাল ৫ টার মধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদের নিকট উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত এইচ এম আমীর হোসেন, স্বতন্ত্র প্রাথী হিসেবে মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, জাতীয় পার্টি সমর্থিত হাবিবুর রহমান হাবিব, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল লতিফ রানা, কবির হোসেন, হাবিবুর রহমান হাবিব,
পলাশ মল্লিক, মাহবুবুর রহমান উজ্জল, সাইদুর রহমান সাঈদ, মশিয়ার দফাদার, নারী ভাইস চেয়ারম্যান পদে নাসিমা আক্তার ও রাবেয়া খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ বলেন, কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
৬ মার্চ যশোর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ। ৩১ মার্চ কেশবপুরে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।