কেশবপুর উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

13

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর উপজেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগস্ট বিস্তারিত কর্মসূচী পালন শেষে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে আলোচনা সভা, শিশু একাডেমীর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ ও যুব লোনের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও শিশু বিষয়ক অফিসার বিমল কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন, এ্যড. আবু বক্কর সিদ্দিক, অধ্যপিকা রেবা ভৌমিক, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার আঃ আজিজ প্রমুখ।