আজিজুর রহমান, কেশবপুর থেকে : আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী যশোর জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী রফিকুল ইসলামের পক্ষে সোমবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মটর সাইকেল শোভাযাত্রা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক ও ছাত্রলীগ নেতা খন্দকার আব্দুল আজিজের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক মটর সাইকেলে নেতাকর্মীরা উপজেলার হাসানপুর, বিদ্যানন্দকাটি, সাতবাড়িয়া, সাগরদাঁড়ি ও ত্রিমোহিনী ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল ও ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুর ইসলাম মুক্ত প্রমুখ।