আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কেশবপুরের মুক্তিযোদ্ধা ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির উদ্যোগে শনিবার শহরের প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এ এইচ এম মুজাহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান ও যশোর জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা গোলাম রসুল, নুরুল ইসলাম খোকন, কাউয়ুম আলী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি এ্যাডভোকেট মিলন মিত্র প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিক। আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা কেশবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন।