আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে ঘুনে ধরা ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রেখে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে উজ্জিবিত করে রাখতে নিরলসভাবে ভূমিকা রেখে চলেছে নিধি স্পোটিং ক্লাব। ২০১৭ সালের ৩০ জুন ক্লাবটি প্রতিষ্ঠা করেন ক্রীড়া সংগঠক জয় সাহা।
একান্ত আলাপচারিতায় উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক জয় সাহা গ্রামের কাগজকে বলেন, উপজেলার বিভিন্ন এলাকার প্লেয়ারদের প্রশিক্ষনের মাধ্যমে বাছাই করে একটি টিম গঠন করা হয়েছে। তার ক্লাবে নিয়মিত ৩০ জন প্লেয়ার প্রাকটিস করছেন। তাদের জার্সি, ফুটবল, বুট,নাস্তা, যাতায়াতসহ সকল খরচ ক্লাবের পক্ষ থেকে বহন করা হচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে পাশ্ববর্তী বিভিন্ন উপজেলাতে ফুটবল র্টুনামেন্টে অংশ নিয়ে স্বাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে কেশবপুর বাসির মুখ উজ্জ্বল করছেন।
তাছাড়া ক্লাবের উদ্যোগে কেশবপুরের কৃতি খোলোয়ারদের প্রশিক্ষণের ব্যবস্থা সহ ঢাকা, খুলনা ও যশোরের বিভিন্ন ক্লাবে অর্ন্তভুক্ত করে খেলার সুযোগ করে দেয়া হচ্ছে। ইতিমধ্যে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট, মনিরামপুর উপজেলার শ্যামনগর হাইস্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট, কলারোয়া উপজেলার খোরদো স্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালি স্কুল মাঠে ৪ দলীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নিধি স্পোটিং ক্লাব। এছাড়া উপজেলার বরনডালি মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট,বাশবাড়িয়া হাইস্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট রানার্স আপ ছাড়াও গড়ভাংগা স্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট, সাগরদাঁড়ি ইউনিয়নের গোবিন্দপুর স্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার বালিধা মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনালে রয়েছে। চলতি মাসেই ওই খেলা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
এছাড়াও নিধি স্পোটিং ক্লাবের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও খেলোয়ারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। জানা গেছে, নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা কৃতি খেলোয়ার হিসাবে বিআরটিসি ক্লাব, ঢাকা ওয়ান্ডার্স ক্লাব, সাধারাণ বীমা ক্লাব, ঢাকা অগ্রনী প্রিমিয়ার ডিভিশন, যশোর জেলা টিম, যশোরের মঈন স্মৃতি সংসদ, শহীদ বিপ্লব, অগ্রণী ক্রীড়া চক্র, সৌখিন ক্রীড়া চক্র, কেশবপুর থানা টিম, খুলনা মোহামেডান ক্লাব, উল্কা ক্লাব, যশোর ভাস্কো দা গামা ক্লাব, কেশবপুর আদর্শ ক্লাব, কেশবপুর ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ-সহ বিভিন্ন ক্লাবে খেলা করেছেন।