আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে ৫শত জন কৃষকদের মাঝে বিনামূল্য ১০ কেজি করে বীজ আউস ধান বিতরণ করা হয়েছে। সারা বাংলাদেশের ন্যায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে শনিবার দুপুরে উপজেলা কৃষক অফিসারে সামনে উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা প্রধান অতিথি হিসেবে ৫শত জন কৃষকদের মাঝে বিনামূল্য ১০ কেজি করে বীজ আউস ধান বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত প্রমুখ। বরণডালী গ্রামের কৃষক মোহাম্মদ আলী ও ইফতার আলী মোড়ল বিনামূল্য ১০ কেজি করে বীজ আউস ধান পেয়ে খুশি হন তারা।