কেশবপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

10
কেশবপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

কেশবপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই ফকির ফেরদৌস আলী, এস আই ফজলে রাব্বী, এ এস আই মহসিন আলী ও এ এস আই শ্যামল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সন্ধ্যায় উপজেলার বেলোকাটি গ্রামের ওমর আলী জোয়র্দারের ছেলে আশরাফুল আলম (৪৫) এর গড়ভাঙ্গা বাজারে তার নিজ শোয়াইব গার্মেন্টস এন্ড বস্ত্রালয়ে অভিযান চালিয়ে কাপড়ের ভাজের ভিতর লুকানো ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

এ ঘটনায় কেশবপুর থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তিকে রবিবার যশোর জেল হাজতে সোপর্দ করা হয়েছে।