আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে বৃহস্পতিবার দুপুরে জিংক ধান করলে চাষ, পুষ্টি পাবে বার মাস স্লোগানকে সামনে রেখে হারভেস্টপ্লাস বাংলাদেশের “ডেলিভারী অব জিংক রাইস” প্রকল্পের সহযোগীতায় এবং ক্ষুদ্র ও মাঝারী বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের (এসএমএসপিএ) উদ্যোগে ৩৯০ জন কৃষকের মাঝে ফ্রী উচ্চ জিংক সমৃদ্ধ ব্রি ধান ৬২ বীজ বিতরণ করা হয়েছে।
কেশবপুর অনন্ত সাহা স্মৃতি সড়কের পাশে অবস্থিত মেসার্স পদ্মা সীড ফার্ম কার্যালয়ে বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুস সোবহান গাজী, এসএমএসপিএ কার্যনির্বাহী সদস্য তৌহিদুর রহমান, আব্দুল ওয়াদুদ, শেখ বাবুল হোসেন প্রমুখ। উপজেলার ভোগতী নরেন্দ্রপুর গ্রামের কৃষক সখিনা খাতুন, মফিজুর রহমান, বাজিতপুর গ্রামের হোসেন আলী মোল্যা, হাসান আলী, রনজিলা খাতুন, বায়সা গ্রামের দবির উদ্দিন গাজী, আনছার আলী, পারভীনা খাতুন ধান বীজ পেয়ে বলেন, জিংক সমৃদ্ধ এ ধানের চাষ করবেন।
ক্ষুদ্র ও মাঝারী বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের (এসএমএসপিএ) কার্যনির্বাহী সদস্য ও মেসার্স পদ্মা সীড ফার্মের মালিক তৌহিদুর রহমান বলেন, প্রত্যেক কৃষক ২ কেজি করে জিংক সমৃদ্ধ ধান বীজ পেয়েছেন। প্রত্যেক কৃষক এ বীজে ১০ কাঠা জমিতে চাষ করতে পারবেন। চলতি মৌসুমে ফ্রী উচ্চ জিংক সমৃদ্ধ ব্রি ধান ৬২ জাতের বীজ ৩৯০ জন কৃষকের মাঝে ৭৮০ কেজি বিতরণ করা হয়েছে।