আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে সোমবার দুপুরে ৩১টি প্রতিষ্ঠানকে বিশেষ বরাদ্দের ৩০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ৪র্থ পর্যায়ে ওই আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, ঈদগাহ সংস্কারের লক্ষে বিশেষ বরাদ্দের চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, মধ্যকুল মাঝের পাড়া ঈদগাহ কমিটির সভাপতি ডাক্তার ইয়াকুব আলী বিশ্বাস প্রমুখ।


