আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে ভালুকঘর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চিংড়া গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে আব্দুল্লাহ মোড়ল (৩৩) কে ভালুকঘর বাজার এলাকা থেকে আটক করে।
এসময় তার দেহ তল্লাশী করে ১ শত গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এদিকে একই রাতে ভেরচি ফাঁড়ির ইনচার্জ এস আই ফজর আলী ও নায়েক নিজাম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার আগরহাটি গ্রামের আমীরুল ইসলামের ছেলে আলী হুসাইন (২২) কে কাঁকবাধাল এলাকা থেকে আটক করে।
তার দেহ তল্লাশী করে ১০ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এব্যাপারে কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহাজাহান আহম্মেদ জানান, এই ঘটনায় কেশবপুর থানায় পৃথক ২ টি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার জেল হাজতে সোপর্দ করা হয়েছে।