কেশবপুরে ২ ছাত্রীকে উক্তত্য করায় ২ বখাটেকে কারাদন্ড

22
কেশবপুরে ২ ছাত্রীকে উক্তত্য করায় ২ বখাটেকে কারাদন্ড

আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে মাদরাসা পড়ুয়া ২ ছাত্রীকে উক্তত্য করার দায়ে ২ বখাটেকে ১ বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা গেছে, উপজেলার ভালুকঘর ফাজিল মাদ্রাসার আলীম প্রথম বর্ষের শিকারপুর গ্রামের ২ ছাত্রী শনিবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল।

বাড়ি ফেরার পথে স্থানীয় গণির মোড়ে পৌছানো মাত্রই ওৎ পেতে থাকা ভালুকঘর গ্রামের হযরত আলীর ছেলে বখাটে সেলিম রেজা ও তার সহযোগী যশোর শেখহাটি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাহীন ওই ২ ছাত্রীকে কুপ্রস্তাব দেয়। তাদের কুপ্রস্তাবে রাজী না হওয়ায় ওই ২ ছাত্রীকে বখাটেরা জোরপূর্বক শ্লীলতাহানীর চেষ্টা করে।

এসময় ওই ২ ছাত্রীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ঘটনাস্থলে ২ বখাটেকে ধরে ভালুকঘর পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেয়। একই দিনে বিকালে ভালুকঘর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওই বখাটেদেরকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সোপর্দ করলে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ২ বখাটেকে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন। তাদেরকে যশোর জেল হাজতে সোপর্দ করা হয়।