কেশবপুরে ১৯৯১ ব্যাচমেট’র কমিটি গঠন

12

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:  কেশবপুরে ১৯৯১ সালের এসএসসি ব্যাচের ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত সংগঠন ’১৯৯১ ব্যাচমেট’র কমিটি শুক্রবার বিকালে গঠিত হয়েছে। এ উপলক্ষে ১৯৯১ সালের এসএসসি ব্যাচের ছাত্রদের উদ্যোগে শহরের মেইন রোডস্থ হানিফ পরিবহন কাউন্টারের ২য় তলায় চা-চক্র ও আলোচনা সভার আয়োজন করা হয়।

খুলনা বটিয়াঘাটা উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মনিরুল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ১৯৯১ সালের এসএসসি ব্যাচের ছাত্র সরদার আব্দুল হালিম, অধ্যক্ষ ওবায়দুর রহমান ও মাষ্টার মতিয়ার রহমান। আলোচনা শেষে সরদার আব্দুল হালিমকে অাহব্বায়ক, মাষ্টার মতিয়ার রহমান ও অধ্যক্ষ ওবায়দুর রহমানকে যুগ্ম-অাহব্বায়ক, প্রভাষক শাহজাহান আলম, প্রভাষক রফিকুল ইসলাম, সাজ্জাতুল করিম, রফিকুল ইসলাম রিপন, মোস্তফা কামাল হিরো, শাহাদাত হোসেন, সোহেল হাসান আইদ, ইকবাল হোসেনসহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময় ১৯৯১ সালের এসএসসি ব্যাচের অর্ধ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।