আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে স্বামীর পরকীয়ায় প্রতিবাদ করায় ১ সন্তানের জননীকে পিটিয়ে গুরুত্ব আহত করেছে পাষন্ড স্বামী বলে অভিযোগ উঠেছে। আহত ১ সন্তানের জননীকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মনোয়ারা খাতুন বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
উপজেলার বুড়িহাটি গ্রামের আহত ১ সন্তানের জননী আয়ুব মোড়লের স্ত্রী মনোয়ারা খাতুন (২৫) সাংবাদিকদের জানান, আমার স্বামী প্রায় সময় যৌতুকের কারণে আমাকে মারপিট করেন। এছাড়া আমার স্বামী আয়ূব আলী তার ছোট ভাই মোস্তাক মোড়লের স্ত্রী রিমা খাতুনের সঙ্গে মোবাইলে পরকীয়া সম্পর্ক গোড়ে তোলে। এরই প্রতিবাদ করায় সোমবার সকালে পাষন্ড স্বামী ঘরের ভেতর আটকিয়ে রেখে বেদম মারপিট করে আহত করে। এ ব্যাপারে মুঠোফোনে আয়ূব আলীর কাছে বার বার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, অভিযোগ পেয়ে উভয় পক্ষকে নোটিশ করা হয়েছে।