আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে রেজাকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র রাব্বির হোসেনের স্কুল ব্যাগের চেন খুললে বেরিয়ে আসলো বিষাক্ত সাপ। রাব্বি রেজাকাটি গ্রামের আবুল হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রাব্বি শনিবার সকালে নিজ বাড়ি থেকে স্কুলে আসে। ক্লাস রুমে বসার পর সে ব্যাগের চেন খোলে। খুলেই ভিতরে সাপ দেখতে পায়। ভয়ে সে চিৎকার দিয়ে ওঠে। শিক্ষকরা সাথে সাথে তার পাশে ছুটে যায়। তারা বিষাক্ত সাপটি মেরে ফেলে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ছাত্রের চিৎকার শোনা মাত্রই আমরা তার কাছে ছুটে যাই এবং সাপটি মেরে ফেলি। তবে কোন বিপদ ঘটেনি। ধারনা করা হচ্ছে সাপটি ওই ছাত্রের বাড়ি থেকে ব্যাগে উঠেছে।