কেশবপুরে সুবোধমিত্র মেমোরিয়াল প্রতিবন্ধী বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

8

আজিজুর রহমান,কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে শনিবার সকালে কেশবপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে জাতীয় শোক দিবসের আয়োজন করা হয়।

শোক দিবসের আলোচনা সভায় প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীরা মা-বাবার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হয়।

সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট মিলন মিত্রের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তৃতা করেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক,উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, পৌর কাউন্সিলর মনিরা খানম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তাদের পাশাপাশি বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।