আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে রবিবার সকালে এসিডে এক শিশুর শরীর মারাত্মক ভাবে পুড়ে ঝলসে গেছে। তাকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার কাঁস্তা গ্রামের আক্তারুজ্জামানের শিশু কন্যা জান্নাতুন (১) এসিডে পুড়ে ঝলসে মারাত্মক আহত হয়েছে।
শিশুটির বাবা আক্তারুজ্জামান বলেন, সাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়িতে রাখা কার্বোলিক এসিডের বোতল হাতে নিয়ে সবার অজান্তে তার মেয়ে খেলার এক পর্যায়ে গায়ে ঢেলে পড়ে। এতে সে মারাত্মক ভাবে আহত হয়। হাসপাতালে শিশুটি তার মায়ের কোলে যন্ত্রনায় আহাজারি করতে থাকে। ওই সময় অন্য রোগিদেরও চোঁখে পানি চলে আসে।
হাসপাতালে কর্মরত চিকিৎসক এস এম মাহাবুবুর রহমান জানান, শিশুটির শরীরের পেটের মাঝখান থেকে দু’পায়ের উরু পর্যন্ত এসিডে চামড়ার উপর অংশ পুড়ে গেছে। বর্তমান সে আশঙ্খা মুক্ত রয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শেখ আবু শাহীন জানান, চিকিৎসায় শিশুটি ভাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।