আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার মোতাহার হোসাইনের অর্ধশত জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাতে কেশবপুর প্রেসক্লাব হলরুমে, ফুলেল শুভেচ্ছা, কেক কাটা, আলোচনাসভা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, মাইকেল মধুসূদন ডিবেডিং ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে দৈনিক গ্রামের কাগজ কেশবপুর আঞ্চলিক অফিসের পক্ষ থেকে পরেশ চন্দ্র দেবনাথ ও আব্দুল্লাহ আল ফুয়াদ সাংবাদিক মোতাহার হোসাইনের বয়স ৫০ বছর পূর্তিতে ৫০টি তাজা গোলাপ তার হাতে তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী ও মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জহুরুল হক। স¦াগত বক্তব্য রাখেন দৈনিক গ্রামের কাগজের ভ্রাম্যমান প্রতিনিধি কবি ইব্রাহিম রেজা। নাট্যকার, রম্য লেখক ও ছড়াকার মুনছুর আলীর কাব্যিক উপস্থাপনায় আলোচনায় অংশ নেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কনক দে, মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন মন্ডল, কেশবপুর প্রেসক্লাবের সহ সভাপতি আলহাজ্ব মোল্লা আব্দুস সাত্তার ও হাজী রূহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ এম আর মঈন, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, কেশবপুর নিউজ ক্লাবের নির্বহী সদস্য আজিজুর রহমান, সদস্য আবু বক্কার সিদ্দিক, সাংবাদিক শামীম আখতার মুকুল, কেশবপুর ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কেএম কবির হোসেন, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার আজিজুর রহমান জিকো ও কেশবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদ, প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক মোতাহার হোসাইনের বাল্য শিক্ষক এবং সাহিত্য-সাংস্কৃতিক ও সাংবাদিকতার প্রথম গুরু জহুরুল হককে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সাংবাদিক মোতাহার তাকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্ঠি হয়।